অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ত্রাণ কমিটি থেকে আ’লীগ নেতার পদত্যাগ

 

অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকা‌রি ত্রাণ কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন।

বুধবার (১৩ মে) পাকু‌ন্দিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা ত্রাণ ক‌মি‌টির সভপ‌তির কা‌ছে তিনি লি‌খিত পদত্যাগপত্র দা‌খিল ক‌রেন।

পাকু‌ন্দিয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম আহ্বায়ক মোতা‌য়েম হো‌সেন স্বপন পদত্যা‌গের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌তি‌নি জানান, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার টে‌লি‌ফোন পে‌য়ে গত ১০ মে উপ‌জেলা ত্রাণ ক‌মি‌টির একজন সদস্য হি‌সে‌বে ক‌মি‌টির সভায় যোগ দেই। সভায় এ পর্যন্ত যা‌দের‌কে ত্রাণ দেয়া হ‌য়ে‌ছে তা‌দের মাষ্টার রোল দেখ‌তে চাইলে নির্বাহী কর্মকর্তা মাষ্টার রোল দেয়া যা‌বেনা ব‌লে জানান। তাই আমি ক‌মি‌টির সদস্যপদ থে‌কে পদত্যাগ ক‌রি।

‌মোতা‌য়েম হো‌সেন স্বপন অভিযোগ করে বলেন, বি‌ভিন্ন ইউনিয়নে ২০ কে‌জি ক‌রে চাল দেয়ার কথা থাক‌লেও ১০ থে‌কে ১২ কে‌জি ক‌রে দেয়া হ‌চ্ছে।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাব‌দিহিতা ছাড়া ত্রাণ বিতরণের তা‌লিকা তৈরিতে অনিয়ম ও দুর্নী‌তি করা হ‌চ্ছে।

এ ব্যাপা‌রে পাকু‌ন্দিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো: না‌হিদ হাসা‌নের মোবাইল ফো‌নে যোগা‌যোগের চেষ্টা করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

আপনি আরও পড়তে পারেন