দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ লকডাউন

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্মরত এক সহকারী আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন এ লকডাউনের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, দোহার উপজেলায় নতুন করে ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দোহারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৩ জন। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
ডা. মো. জসিম উদ্দিন এবিষয়ে বলেন, নতুন শনাক্ত রোগী উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের পাশে ১ জন, রাইপাড়া, পোদ্দার বাড়ি এলাকায় ১ জন, জয়পাড়াতে ১ জন, উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে কাজ করে ১ জন, নারিশা বাজারে সেলুনে কর্মরত ১ জন।
জানা যায়, প্রশাসনিক কর্তা ও চিকিৎসকগণ আলোচনা করে আক্রান্ত রোগীদের বাড়ি লক ডাউন করতে পারেন।

আপনি আরও পড়তে পারেন