দোহারে করোনায় সুস্থদের মাঝে জেলা প্রশাসকের অনুদান

 আবুল হাশেম ফকিরঃ

ঢাকার দোহার উপজেলার করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোগ প্রতিরোধ কমিটি করোনায় সুস্থদের মাঝে জেলা প্রশাসকের বিশেষ অনুদান হিসাবে প্রতিজনকে ৫০০০ হাজার টাকা ও ফুল দিয়ে পুরস্কৃত করেন। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা এই অনুদান তুলে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সাথে ছিলেন। জেলা প্রশাসকের এক বিশেষ অনুদান হিসাবে নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের আলহাজ্ব আল-মামুন পরশ ও জয়পাড়ার ইদ্রিস আলীকে এই অনুদানে পুরস্কৃত করা হয়। এছাড়াও ৫০ বছরের অধিক বয়সের আরো ৬ জনকে এই নগদ অর্থ প্রদান করা হবে। এবিষয়ে দৈনিক আগামীর সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস (কভিড-১৯) রোগ প্রতিরোধ কমিটির সভাপতি আফরোজা আক্তার রিবা বলেন, উপজেলার মালিকান্দার পরশ ও ইদ্রিস আলী নামের দুজনকে করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৬ এপ্রিল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তারপর মেয়াদ উর্ত্তিন্ন হওয়ার পর দুই দুই বার পুনরায় নমুনা টেস্টের জন্য পাঠানো হয় তাতে দু’বারই নেগেটিভ রিপোর্ট আসে। এখন আলহাজ্ব আল-মামুন পরশ ও ইদ্রিস আলী সম্পূর্ণ সুস্থ। গত ঈদুল ফিতরের আগেই মাননীয় জেলা প্রশাসক ও প্রশাসন সিদ্ধান্ত নেয় সুস্থদের মাঝে অনুদান হিসাবে পুরস্কৃত করার। ছুটি থাকালীন সময় শেষ করতে না পারায় ২৭ মে বুধবার বিকাল ৫.৩০ ঘটিকায় সবাইকে ফুল ও নগদ অর্থ প্রদান করে কার্যক্রম সম্পূর্ণ করেন। তিনি আরো বলেন গুজবে কেউ কান দিবেন না, সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন এবং বিনা কারণে ঘরের বাহিরে যাবেন না, নিজে বাঁচুন পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান।

আপনি আরও পড়তে পারেন