জোয়ারের পানিতে প্লাবিত সাতক্ষীরার ৩টি ইউনিয়ন

কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর জোয়ারের পানিতে প্লাবিত সাতক্ষীরার আশাশুনির অর্ধশতাধিক গ্রাম। ভেসে গেছে মাছের ঘের, তলিয়েছে ফসলের ক্ষেত। তিনদিন ধরে হাঁটু পানিতেই মানবেতর দিন কাটছে হাজার হাজার মানুষের। দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি তাদের।

কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে সাতক্ষীরার আশাশুনির দুটি ইউনিয়ন পুরো ডুবে গেছে। এছাড়া সদর ইউনিয়ের আংশক তলিয়ে আছে। ৩টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম ডুবে আছে। অসংখ্য চিংড়ির ঘের ভেসে গেছে। মানুষ আশ্রয় নিচ্ছে উঁচু স্থানে এবং আশ্রয় কেন্দ্রে। অনেকে গ্রাম ছেড়েও চলে যাচ্ছে।

পানির চাপ বৃদ্ধি হওয়ার কারণে ইউনিয়ের অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙ্গে গেছে। মানুষের দুর্ভোগ এখন চরমে। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন স্থানীয়রা।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন