বস্ত্র অধিদপ্তরের অধীনে বায়িং হাউজ নিবন্ধনের নির্দেশ

আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে বায়িং হাউজসহ অন্যান্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সব তফসিলি ব্যাংকের প্রধানদের দেয়া এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করার মাধ্যমে কিছু প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এমন অভিযোগের ভিত্তিতে বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত না হওয়ায় এ ধরণের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করাও সম্ভব হচ্ছে না। এজন্য দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বস্ত্র আইন- ২০১৮ প্রণয়ন করা হয়েছে।

এ আইনের আওতায় নিবন্ধন না করলে কেউ ব্যবসা পরিচালনা করতে পারবে না। এক্ষেত্রে ব্যাংকিং সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত আইনের আওতায় বস্ত্রশিল্প প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি ব্যাংকগুলোকে নিশ্চিত করার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপনি আরও পড়তে পারেন