জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা

জাপানের পার্লামেন্ট ইউশিহিদে সুগাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। শিনজো অ্যাবের আকস্মিক পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে জাপানের ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচিত হন সাবেক প্রধান মন্ত্রিপরিষদ সচিব সুগা। বুধবার ভোটাভুটির পর প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি।

সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা অ্যাবের ঘনিষ্ঠ সহযোগী। অ্যাবের দেখানো পথেই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

গেলো মাসে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ ঘোষণা করেন শিনজো অ্যাবে। বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নেন অ্যাবে। সাংবাদিকদের তিনি বলেন, প্রায় ৮ বছর ক্ষমতায় থাকাকালীন অর্জিত সফলতা নিয়ে তিনি গর্বিত।

পরে প্রধানমন্ত্রী নির্বাচনে জাপানের নিম্নকক্ষে ভোট অনুষ্ঠিত হয়। সেখানে সহজেই জয় পান সুগা। ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টিই পান তিনি। তার বিজয় অনেকটা প্রত্যাশিতই ছিল। কারণে দেশটির নিম্নকক্ষে ক্ষমতাসীন কনজারভেটিভ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে পরে ইম্পেরিয়াল প্যালেসে রাজার কাছে শপথ নেবেন সুগা।

আপনি আরও পড়তে পারেন