নবাবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী

ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সুমি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন। সুমি বান্দুরা নূরনগর গ্রামের জসীমের মেয়ে এবং হাসনাবাদ ইউফ্রেজীস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন ঐ এলাকায় বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে৷ এমন সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে অবহিত করা হয়৷ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাল্য বিয়ে বন্ধ করে দেন৷

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু জানান, সঠিক বয়স না হলে বিয়ে কন্যা ও পুত্র সন্তান বিয়ে দেওয়া সম্পূর্ণ আইনী নিষেধাজ্ঞা। কেউ অপ্রাপ্ত বয়সে ছেলে মেয়ে বিয়ে দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন