ফিল্মি স্টাইলে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

যশোরে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক মোটরপাটর্স ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্য থেকে ২ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা, দুটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার  মোহাম্মদ আশরাফ হোসেন নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন: যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মুনসুর মোল্লার ছেলে টিপু, বারান্দি মোল্লাপাড়া রবিউল ইসলামের সাঈদ ইসলাম, ধর্মতলা হ্যাচারিপাড়ার রুহুল আমীনের ছেলে ভাগনে বিল্লাল, সিটি কলেজ পাড়ার নিজাম উদ্দিনের ছেলে রায়হান ও পূর্ব বারান্দি মালোপাড়ার মৃত মুফতি আলী হুসাইনের ছেলে ইমদাদুল হক।

পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনাটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় পুলিশ। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে ছিনতাইকারীদের সনাক্ত করে অভিযান চালানো হয়। দুই দিন যশোর শহরসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে লুট করা ২ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা, দুটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মোটরপার্টস ব্যবসায়ী এনামুল হকের ফলের আড়তের শ্রমিক টিপু এ ছিনতাইকাণ্ডের মাস্টারমাইন্ড। সে চিহ্নিত সন্ত্রাসী জামাই রাজা ও তার সহযোগীদের সহায়তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পুরো ছিনতাইকাণ্ডে ৮ থেকে ১০ জন জড়িত। আটককৃতদের এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।

এদিকে এ অভিযানকালে পুলিশের একটি টিম যশোর সদর উপজেলার মালঞ্চী থেকে ৪ ডাকাতকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৪টি হাসুয়া উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো যশোর শহরের রায়াপাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন, বারান্দি মোল্লাপাড়ার নজরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম, সদর উপজেলার লেবুতলা দক্ষিণপাড়ার সাত্তার গাজীর ছেলে সোহেল রানা ও একই এলাকার নাসির।

পুলিশ সুপার জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মালঞ্চী ইটভাটার সামনে যশোর-বেনাপোল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে। এসময় তাদের কয়েক সহযোগী পালিয়ে যায়। আটক ডাকাতদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি শাটারগান, একটি পাইপগান, ৮ রাউন্ড গুলি ও চারটি বড় হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রচেষ্টার মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

 

 

আপনি আরও পড়তে পারেন