‘নুর বুঝিয়ে দিলেন তিনি ধর্ষণের পক্ষে’

‘নুর বুঝিয়ে দিলেন তিনি ধর্ষণের পক্ষে’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বুঝিয়ে দিয়েছেন তিনি ধর্ষণের পক্ষে।

এমন মন্তব্য করেছেন নির্যাতিতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অবিলম্বে নুরকে গ্রেফতারের দাবি তোলেন তারা।

ধর্ষণের বিচার চেয়ে টানা ছয়দিন ধরে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) তার প্রতিবাদে সংহতি জানাতে আসেন বি‌ভিন্ন শ্রে‌ণিপেশার মানুষ।

সংহতি সমা‌বেশে বলা হয়, ধর্ষ‌ণের ঘটনা‌কে রাজ‌নৈ‌তিক মোড় দি‌চ্ছে ছাত্র অধিকার প‌রিষদ। নির্যাতিতার চ‌রিত্রে কা‌লিমা লেপনের অপচেষ্টা করছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।

‌সিরাজগ‌ঞ্জের উল্লাপাড়ায় ২০০১ সা‌লে ধর্ষ‌ণের শিকার পূর্নিমা রা‌নী শীল সমাবে‌শে অংশ নিয়ে অভিযোগ ক‌রেন, বিচা‌রের দীর্ঘসূ‌ত্রতায় এখ‌নো তা‌কে নানাভাবে হয়রা‌নি হ‌তে হয়।

পূ‌র্নিমা বলেন, এখনও মামলার জন্য আমাকে হাইকোর্টে গিয়ে দাড়াতে হয়। আমার মামলার রায় আমি এখনও পাচ্ছি না।

আইনের পাশাপাশি দৃ‌ষ্টিভঙ্গি পাল্টানোর আওয়াজ ওঠে সমা‌বে‌শে।
তু‌রিন আফরোজ বলেন, শুধু আইন পড়েই সব হয় না। এর সাথে দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে।
নির্যাতিতা বলেন, রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
তিনি বলেন, আসামিরা যতক্ষণ বাইরে থাকে তরক্ষণ তদন্ত প্রতিবেদন প্রবাহিত হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। বিভিন্ন মাধযম থেকে আমাকে হুমকি দেয়া হচ্ছে।
নুরুল হককে ২৪ ঘণ্টার ম‌ধ্যে আট‌কের দা‌বি তোলেন বক্তারা।

আপনি আরও পড়তে পারেন