লালমনিরহাটে উপ-নির্বাচন : বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

লালমনিরহাটে উপ-নির্বাচন : বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

লালমনিরহাটে উপ-নির্বাচন : বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

 

মাসুদ বাবু ,লালমনিরহাটঃ

 

লালমনিরহাটের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়ন ও হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ও গড্ডিমারী ইউনিয়নে চেয়ারম্যানপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সাথে সদর, আদিতমারী ও কালীগঞ্জের উপজেলার ১টি করে ওয়ার্ডে সদস্য পদেও উপ নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় এ ভোট গ্রহন শুরু হয়। ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

তবে বিএনপি প্রার্থীদের অভিযোগ, আওয়ামীলীগ প্রার্থীরা ভোট কেন্দ্র দখল করে ব্যালট পোপার ছিনতাই করেছেন। বিএনপি’র এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। নিবার্চনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপি’র প্রাথীরা।লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, কঠোর নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়েছে নির্বাচনী এলাকা। গত দুই দিন থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পর্শকাতর জায়গা মোতায়েন করা হয় পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ।

আপনি আরও পড়তে পারেন