ফ্রান্সে রাসূলের অবমাননা ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মনতলা এলাকাবাসী ও তৌহিদ জনতা বিক্ষোভ মিছিল করেন

ফ্রান্সে রাসূলের অবমাননা ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মনতলা এলাকাবাসী ও তৌহিদ জনতা বিক্ষোভ মিছিল করেন
ফ্রান্সে রাসূলের অবমাননা ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মনতলা এলাকাবাসী ও তৌহিদ জনতা বিক্ষোভ মিছিল করেন
পবিত্র দেব নাথ মাধবপুর  প্রতিনিধিঃ- হবিগন্জের মাধবপুর উপজেলা মনতলা বাজারে আজ(২৮অক্টোবর)   রোজ বোধবার  বাদ আসর  এর পর, স্হানীয় আলেম ওলামাদের ডাকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উলামায়ে কেরাম ও নবীপ্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 এ সময় উলামায়ে কেরাম ও নবীপ্রেমিক তৌহিদী জনতা মনতলা রেলওয়ে জামে মসজিদ  থেকে শুরু করে মনতলা পূর্ববাজারে   স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল  করে। রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্ব নবীর অবমাননা, সহ্য করা হবে না। ফ্রান্সের পণ্য বর্জন কর, করতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি বলে মিছিলে সকলে শ্লোগান দেয়। তারপর সেখান থেকে আবার মিছিল করতে করতে পুনরায় মনতলা রেলওয়ে  প্ল্যাটফর্ম  এসে একত্রিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নবীজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা মুসলিম জাতি হিসেবে তা কখনও মেনে নিতে পারি না। এর জন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের নিকট তারা এর প্রতিবাদী  বিচারের দাবি জানান। এছাড়াও বাংলাদেশে মহানবী (সঃ) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি বন্ধ করতে আইন প্রণয়নে কঠোর ব্যবস্হা নিশ্চিত করার দাবি  জানান।
এ সময় জনতার উদ্দেশ্যে ওলামায়ে কেরামগণ বলেন, আমাদের দেশে ফ্রান্স তাদের পণ্য বিক্রি করে ওই অর্থ দিয়ে আমাদেরকেই আঘাত করবে তা হতে দেওয়া যায় না। আমরা সকল মুসলমানদের উচিত  ফ্রান্সের পণ্য বর্জন করা। তাই সকলের প্রতি আহ্বান জানাই সকলেই  ইহুদি রাষ্ট্র ফ্রান্সের পন্য বর্জন করুন।
সকলের প্রতি ইসলামী জন সচেতনতা বৃদ্ধি সহ, আল্লাহর রহমত কামনার মধ্য দিয়ে প্রতিবাদী  সমাবেশ অনুষ্ঠান শেষ করা হয়।

আপনি আরও পড়তে পারেন