গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় নিহত-১ আটক-২। সুষ্ঠ তদন্তের দাবী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় নিহত-১ আটক-২। সুষ্ঠ তদন্তের দাবী

মোঃ সাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় নিহত-১ আটক-২। সুষ্ঠ তদন্তের দাবী
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্য
মারামারীর জেরে ছানিম (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
হরিরামপুর ইউনিয়নের বড়দহ পূর্বপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। এ ঘটনায়
দুইজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এই ঘটনার সময় মারপিটে  উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তিরা
গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাইবুদ্দিনের ছেলে আব্দুল কাদের
(৩৭), শাখাওয়াত (৩৬) ও শাখাওয়াতের স্ত্রী শোভা বেগম (৩৩)।
উল্লেখ্য একটি দিঘিতে বিশ প্রয়োগের ঘটনায় প্রায় ১ লক্ষাধীক টাকার মাছ
নিধন হলে ক্ষতি গ্রস্ত ব্যক্তিরা গোবিন্দগঞ্জ থানায় মামলা দেওয়ার জন্য
প্রস্ততি নিলে থানার সামন থেকে দুইজনকে আটকে করে পুলিশ
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্তের সাথে কথা বললে তিনি জানান, থানায়
মামলা হয়েছে। অপরদিকে কর্তব্যরত অফিসার এসআই সজিবুর রহমান সজিবের সাথে
কথা বললে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি এ ঘটনায় ২ জনকে
আটকের কথাও জানান তিনি। আটক ব্যক্তিরা হলেন, একই গ্রামের ভোলা মিয়ার ছেলে
সাদা মিয়া ও শাহারুল।
উভয় পক্ষের মারামারীকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে সুষ্ঠ
তদন্তের দাবী জানিয়েছেন সচেতন মহল।

আপনি আরও পড়তে পারেন