আত্রাইয়ে সড়কে গতিরোধক তৈরি করে বালু উত্তোলন

আত্রাইয়ে সড়কে গতিরোধক তৈরি করে বালু উত্তোলন

 

আত্রাইয়ে সড়কে গতিরোধক তৈরি করে বালু উত্তোলন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সড়কে গতিরোধক তৈরি করে অবাধে বালু উত্তোলন করা হয়েছে। নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করে ভরাট করা হয়েছ বিভিন্ন নিচু জায়গা। আর এর জন্য পাকা সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছ ইচ্ছেমত গতিরোধক। ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছন যানবাহন চালক ও পাথচারীরা।

জানা যায়, উপজেলার আত্রাই-সিংড়া সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে দিনে রাতে বিপুল পরিমান যানবাহন চলাচল করে। ট্রাক, ট্রাক্টর, ভটভটি, মটরসাইকেল সিএনজি অটোরিক্সা ও ভ্যানসহ অনেক যানবাহন এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে থাকে। বিশেষ করে সড়ক পথে নাটোর ও বগুড়া যাতায়াতের জন্য এ সড়কের বিকল্প নেই। তাই বিভিন্ন প্রয়োজনে শত শত লোকজনকে এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। এদিকে সড়কের বিভিন্ন  নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবাধে বালু উত্তোলন করা হয়েছে। বিশেষ করে গুড়নই, জাগদাস, সুদরানাসহ অন্যান্য সড়কেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলন করা হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক সময় রাতের বেলায় এসব গতিরোধক চোখে না পড়ায় ছোট বড় অনেক দুর্ঘটনাও ঘটছে। গুড়নই গ্রামের ভ্যান চালক আবুল কালাম আজাদ বলেন, সড়কের উপর এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলনের ফলে আমাদের যানবাহন চলানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলার গুড়নদীর বালু মহাল ইজারাদার নীরেন চন্দ্র বলেন, গুড়নই গ্রামে সড়কের উপর প্রতিবন্ধকতা তৈরির বিষয়টি আমি জানতাম না। পরে জানার পর তাদেরকে সড়ক থেকে পাইপ সরিয়ে নিতে বলেছি। আজ কালের মধ্যেই তারা পাইপ সরিয়ে নিবে। এদিকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল। #

 

আপনি আরও পড়তে পারেন