নবাবগঞ্জের আগলায় কার্তিক পূণ্যাহ ও বৈদ্যনাথ পূজা

নবাবগঞ্জের আগলায় কার্তিক পূণ্যাহ ও বৈদ্যনাথ পূজা


ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা এলাকায় সনাতন ধর্মীয় উৎসব কার্তিক পূন্যাহ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে আগলা চৌকিঘাটা মহাশ্বশ্মান কমিটির উদ্যোগে মহাশ্বশ্মান প্রাঙ্গনে নাম সংকীর্তন ও নারায়ন সেবার আয়োজন করা হয়।

মহাশ্বশ্মান কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা (কবিরাজ), সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা, বিমল চন্দ্র বালা, বৃন্দাবন পাল, ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা জানান, প্রতি বছর কার্তিক মাসব্যাপি বাড়ি বাড়ি নগর কীর্তন শেষে অগ্রহায়ন মাসের প্রথম দিন এ আয়োজন করা হয়

নারায়ন সেবায় আশপাশের গ্রামের প্রায় পাঁচ শতাধিক লোকের আগমন ঘটে।
অপরদিকে, সোমবার রাতে আগলা বাজারে অবস্থিত শ্রী শ্রী বৈদ্যনাথ দেবের মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র শীল জানান, করোনা পরিস্থিতির কারণে এবছর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে

তবুও এবছর পূজা উপলক্ষে সোমবার বিকাল থেকে দূর-দুরান্তের বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। সন্ধ্যা থেকে মন্দির প্রাঙ্গন উৎসবমূখর হয়ে যায়। করোনা পরিস্থিতি থেকে উত্তোরণে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ঈশ^রের কাছে প্রার্থনা করেছি।

আপনি আরও পড়তে পারেন