ঈশ্বরগঞ্জে আরসিসি প্রাইমারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে আরসিসি প্রাইমারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় একটি আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দত্তপাড়া এলাকায় আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় নলগড়িয়া বিল থেকে কাঁচামাটিয়া নদী পর্যন্ত ২কোটি ২৬লক্ষ টাকা ব্যয়ে ৫শ মিটার আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় বর্তমান মেয়রের সময়কালের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে পুনরায় আগামী নির্বাচনে বিজয়ী করার আহবান জানান বক্তরা

 উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ছামিউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, পৌর  সচিব কামরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আব্দুল হাই প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন