সাভারে ভেজাল খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের‍্যাব-৪ অভিযান

সাভারে ভেজাল খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে র‍্যাব-৪ অভিযান

উজ্জ্বল হোসাইনঃ সাভার প্রতিনিধি 


সাভারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে তিনটি পৃথক প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।


১৭ নভেম্বর রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।


১৭ নভেম্বর দিনব্যাপী আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া ও সাভারের নামাবাজার এলাকায় সিপিসি২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে এই  অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য তৈরির অভিযোগে নিউ প্রেম চানাচুর কারখানার মালিক শহিদুলকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাভারের নামাবাজার এলাকায় কালি সাহা মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ ২৫ হাজার ও লোকনাথ সুইটমিটকে ৭৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।


সিপিসি২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, এরকম ভেজাল খাদ্য পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন