নবীনগরে ব্যস্ততম রাস্তায় ব্রীজের ভাঙ্গনে যেকোন সময় দূর্ঘটনার সম্ভাবনা

নবীনগরে ব্যস্ততম রাস্তায় ব্রীজের ভাঙ্গনে যেকোন সময় দূর্ঘটনার সম্ভাবনা

১৯৯২ সালে এলজিইডি এর অধিনে ১৭,০২,০০০/- (সতেরো লক্ষ দুই হাজার) টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট-মেরকুটা সড়কের পুরাতন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের কাছাকাছি অবস্থিত ব্রীজটির মাঝের অংশ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পরিবহনে চলাচল করছে এলাকার সর্বসাধারণ। ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি দিয়ে যাতায়াতের ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। 

কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে দ্রুত ব্রীজটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপকে ব্রীজটি নতুন করে নির্মাণের অনুরোধ জানিয়ে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান, যেহেতু ব্রীজটি একাধিকবার সংস্কার করা হয়েছে সেহেতু ব্রীজটিকে নতুন করে নির্মাণ করাই ভালো।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, ব্রীজটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুব শীঘ্রই ব্রীজটি সংস্কার করে জনসাধারণের চলাচলে স্বাভাবিক অবস্থায় আনা হবে উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, ব্রীজটির বর্তমান অবস্থা যাচাই-বাছাই করে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ খাইরুল এনাম,প্রতিনিধি(নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া)।

আপনি আরও পড়তে পারেন