মৌলভীবাজারে জেলা পুলিশের মাস্ক পদযাত্রা ও শুমারি অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা পুলিশের মাস্ক পদযাত্রা ও শুমারি অনুষ্ঠিত

মৌলভীবাজারে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী প্রচারণার শেষ দিনে মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে কুসুমবাগ এলাকা থেকে শতাধিক পুলিশের উপস্থিতিতে মাস্ক পরিধান বিষয়ে একটি পদযাত্রা বের হয়।

চলছে মোদের মাস্ক শুমারি-আসুন সবাই মাস্ক পরি; এ স্লোগান ধারণ করে মাইকে প্রচারণা এবং করোনা বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুল ধরে লোকজনকে সচেতন করা হয়। মাস্ক পদযাত্রাটি পশ্চিমবাজার এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সদর পুলিশ ফাঁড়িতে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা পরিমল দেব, অপারেশন কর্মকর্তা আখতরুজ্জামান ও মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হকসহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশের প্রচারণায় লোকজন মাস্ক পরতে অনেকটা সচেতন হয়েছে। তাদের মাস্ক শুমারি থেকে জানা গেছে, এ পর্যন্ত ৯৫ শতাংশ পৌর এলাকার লোকজন মাস্ক পরছে।

আপনি আরও পড়তে পারেন