নিয়ামতপুরে বাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারনা

নিয়ামতপুরে বাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারনা

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা সদরের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাড়ে সাত হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গত ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলীর নেতৃত্বে বাজার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার হাতে ২ হাজার ৫শ মাস্ক তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রেস ক্লারে সাধারণ সম্পাদক জনি আহমেদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা বিমল প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী আজিজার রহমান।


এছাড়া ঐদিন বেলা ১২টায় বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করেন এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামুলক স্টীকার লাগান। একই সাথে দোকানদারদের ঘড় সধংশ ঘড় ংধষব বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ জানান, করোনার প্রভাব পড়ার সাথে সাথে নিয়ামতপুর উপজেলার হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। দরিদ্র ও বন্ধ হয়ে যাওয়া ব্যবসায়ী পরিবারকে কয়েক দফায় চাল, তেল সেমাই, চিনিসহ উপহার সামগ্রী দিয়েছি। মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে উপহার সামগ্রী দিয়েছি। আমরা মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নমূলক কাজ করবার চেষ্টা করি।


উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, নিয়ামতপুর বাজার ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের এ কঠিনতম পরিস্থিতিতে এটাই অন্যতম দেশপ্রেম। তাদের সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


পাশাপাশি অন্যান্য বাজার গুলোতেও এ ধরণের প্রচারণা চালানো হলে কোভিড-১৯ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি  সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে এ ধরণের ক্যাম্পেইন জোরদার করার অনুরোধ করছি। কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় লড়াইটা লড়তে হবে একসাথে। তাই দুর্বার হোক ‘মাস্ক’ পরিধান করার আন্দোলন। নিজে মাস্ক পরিধান করি, পাশের জনকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করি।

আপনি আরও পড়তে পারেন