রূপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত-৭

রূপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত-৭

রূপগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে তিন গ্রামের ৭ ব্যক্তি
আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আক্রান্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাগলা কুকুরের
তান্ডবের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভয়ে এলাকার শিশুকিশোররা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে
উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, বাগবাড়ি ও তালাশকুর এলাকায়।


আক্রান্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭ টার দিকে হঠ্যাৎ একটি
পাগলা কুকুর পথচারীদের আক্রমণ শুরু করে। কুকুরের কামড়ে নগরপাড়া এলাকার জুয়েল
মিয়া, বাগবাড়ি এলাকার শামীম হোসেন, নুরুল হক, তালাশকুর এলাকার রহিম মিয়া ,
নয়ামাটি এলাকার পরিতোষ সরকার, সুশীল সরকারসহ ৭ ব্যক্তি আক্রান্ত হয়। এদের মধ্যে
গুরুতর আক্রান্ত হওয়া জুয়েল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর
হোসেন রতন বলেন, কুকুর মারার কোন নির্দেশনা নেই। এখন যে সময় তাতে কুকুর একটু
পাগলাটে হয়।

আপনি আরও পড়তে পারেন