ওয়েলিংটনেও ইনিংস পরাজয় এড়াতে পারল না ক্যারিবীয়রা

ওয়েলিংটনেও ইনিংস পরাজয় এড়াতে পারল না ক্যারিবীয়রা

ওয়েলিংটন টেস্টেও ইনিংস পরাজয় এড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো জেসন হোল্ডাররা। হ্যামিল্টনে ইনিংস ও ১৩৪ রানে হেরে যাওয়া ক্যারিবীয়রা সোমবার সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ১২ রানে হারে।

সিরিজে সবচেয়ে বেশি ২৫১ রান সংগ্রহ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। হ্যামিল্টনে এক ইনিংসে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের করা ৫১৯ রানের জবাবে দুই ইনিংসে ১৩৮ ও ২৪৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনের অনুপস্থিতি টের পেতে দেননি হেনরি নিকোলাস। তার ১৭৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪৬০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে টিম সাউদি ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে প্রথম ইনিংস ১৩১ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের। সাউদি ও জেমিসন পাঁচটি করে উইকেট ভাগাভাগি করে নেন। 

ফলোঅন এড়াতে নেমে তৃতীয় দিনে ৬ উইকেটে ২৪৪ রান করে উইন্ডিজ। চতুর্থ দিনে আর মাত্র ৭৩ রান যোগ করতেই ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। 

আপনি আরও পড়তে পারেন