৩৪ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামির !

৩৪ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামির !

ফরহাদ খান, নড়াইল

৩৪ বছর পালিয়ে থেকেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম (৫২)। নূরুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। এর আগে ওইদিন (সোমবার) সকাল ১০টার দিকে নূরুলকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরো জানান, ১৯৮৬ সালে নূরুল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সিরামিক কোম্পানিতে পিয়ন পদে চাকুরিকালীন ১০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে তার নামে টঙ্গী থানায় মামলা হয়। এরপর থেকে পালিয়ে ছিলেন তিনি।
এ মামলায় ১৯৯৪ সালের ২৯ সেপ্টেম্বর নূরুলের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন গাজীপুরের আদালতে। এছাড়া দুই হাজার টাকা জরিমানা, আনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

দীর্ঘদিন পালিয়ে থাকায় ১২০জন পুলিশ কর্মকর্তা নূরুলকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ লোহাগড়া থানার এসআই মাহফুজের নেতৃত্বে সোমবার নূরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। দীর্ঘদিন ধরে নূরুল মাগুরা শহরে গ্রাহকদের মাঝে পত্রিকা বিলি করতেন।

আপনি আরও পড়তে পারেন