রাঙ্গামাটিতে চালু হলো ই-পাসপোর্ট সেবা

রাঙ্গামাটিতে চালু হলো ই-পাসপোর্ট সেবা

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি


দেশের ৬টি জেলার ন্যায় রাঙ্গামাটিতে চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা।  ‘নির্বাচনী অঙ্গীকরে ডিজিটাল হলো দেশ-মুজিব বর্ষেই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

রাঙ্গামাটিসহ একযোগে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উদ্বোধনের পরবর্তী সময় থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ই-পাসপোর্ট প্রত্যাশীরা। ইতোমধ্যে প্রয়োজনীয় মেশিন,সফটওয়্যারে চালু হয়েছে। তবে প্রথম প্রথম কিছুটা সমস্যা হতে পারে। সেজন্য ই-পাসপোর্ট প্রত্যাশীদের একটু ভোগান্তি সহ্য করতে হবে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহিদুল হক।


এসময় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোদধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক শাহ অলিউল্লাহ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, স্কোয়ার্ড লিডার মেহেরান আলি, রাঙ্গামাটি আইনজীবি প্রতীম রায় পাম্পু, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল হকসহ অন্যান্য প্রমূখ। 

আপনি আরও পড়তে পারেন