খাগড়াছড়িতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

আনন্দ সোম খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু কিশোরদের শীতের কম্বল বিতরণের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী। সোমবার দুপুর ১টার দিকে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জি,এম সোহাগ জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি ডিজেবল পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সেন্টারে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে এসব কম্বল বিতরণ করেন।
খাগড়াছড়িতে সেনাবাহিনীর কম্বল বিতরণএসময় সদর জোন কমান্ডার বলেন,পাহাড়ে কিংবা সমতলে দেশের সবর্ত্রই সেনাবাহিনী জনগণের আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের প্রতিবন্ধীদের পাশে দাাঁড়ানোরও আহবান জানানলে. কর্ণেল জি,এম সোহাগ। এসময় খাগড়াছড়ি ডিজেবল পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সেন্টারের সভাপতি বীরবাহু চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে প্রায় শতাধিক পাহাড়ি বাঙ্গালি প্রতিবন্ধী বিভিন্ন বয়সের শিশু কিশোর ছাত্রছাত্রী রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment