লালমনিরহাটে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় করা হচ্ছে।

লালমনিরহাটে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় করা হচ্ছে।

সাধন রায় লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে বিনামূল্যে রক্তের নির্ণয় করা হচ্ছে।আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মকড়া ঢঢ গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক মন্ডল। শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার হীরালাল রায়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল হক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, পল্লী চিকিৎসক আশরাফুল মন্ডল। বক্তব্য রাখেন তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্য তাহ্ হিয়াতুল মৃদুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়। এ সময় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খাইরুল ইসলাম, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তৌসিফ হোসেন রিপন, শামীম ইসলাম ঈসা, মনিরুল ইসলাম তানভীর, রবিউল ইসলাম রুবেল, মকবুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন