ধামইরহাটে ভুল চিকিৎসায় লক্ষ টাকা মুল্যের গরুর মৃত্যু

ধামইরহাটে ভুল চিকিৎসায় লক্ষ টাকা মুল্যের গরুর মৃত্যু

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি –

নওগাঁর ধামইরহাটে ভুল চিকিৎসায় লক্ষ টাকা মুল্যের এক কৃষকের গরুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, উপজেলার রামরামপুর (মনিপুর) গ্রামের হাবিবুর রহমানের একটি ষাঁড় গরু অসুস্থ হলে একই উপজেলার আঙ্গত (কলোনি)র গ্রামের নজরুল ইসলামে ছেলে ভুয়া চিকিৎসক আমিনুল ইসলাম (৩৪) অসুস্থ ষাঁড়টিকে ভুল চিকিৎসা প্রদান করেন।

ভুল চিকিৎসা করায় ২৭ ডিসেম্বর গরুটি মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ষাঁড় মালিক হাবিবুর রহমান জানান। এ ঘটনায় ভুয়া চিকিৎসক আমিনুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ধামইরহাট থানার ওসি আঃ মমিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন