হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল

হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল

হিলি স্থলবন্দর প্রতিনিধি:

হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন। কাউন্সিলর পদে ৪১ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনের মনোনয়ন দাখিল। ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মোট ৪ জন মেয়র প্রার্থী  আজ শেষ দিনে তাদের মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।

 আজ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী  এন,এ,এম, জামিল হোসেন চলন্ত, বিএনপি সমর্থিত সাখাওয়াত হোসেন শিল্পি, ইসলামী আন্দোলন’র  সুরুজ আলী শেখ, স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন, রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনের মনোনয়ন দাখিল করেছেন।
দিনাজপুরের হিলি-হাকিমপুর পৌরসভা নির্বাচনে।

আপনি আরও পড়তে পারেন