জার্মানিতে ১৪ দিনের ব্যবধানে একই মসজিদে দু’বার হামলা

জার্মানিতে ১৪ দিনের ব্যবধানে একই মসজিদে দু’বার হামলা

জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বাডেন-ওয়ার্টেমবার্গের ফাতিহ মসজিদ ১৪ দিনের ব্যবধানে দু’বার হামলার শিকার হয়েছে। সবশেষ শুক্রবার (১ ডিসেম্বর) মসজিদটিতে হামলা চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।

খ্রিস্টীয় নতুন বছর শুরুর কিছু আগে এ হামলা চালানো হয়। এতে মসজিদের কিছু অংশের ব্যাপক ক্ষতি হয়েছে, জানিয়েছেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলি ওজদেমির।

তুর্কি মুসলিম আমব্রেলা গ্রুপ ডিআইটিআইবি কর্তৃক মসজিদটি পরিচালিত হয়। ওজদেমির জানান, হামলায় জানালার কাঁচ এবং দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, দু’সপ্তাহের ব্যবধানে মসজিদটি দুই বার হামলার শিকার হয়েছে। এতে মুসলিম কমিউনিটি এবং মসজিদ পরিচালনা কমিটি আতঙ্কে রয়েছেন।

হামলার ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

মসজিদে ভাঙচুর চালানোর আগে এর দেয়ালে একটি ক্রস আঁকা হয়েছি। এর আগে ১৮ ডিসেম্বর প্রথমবার মসজিদটি হামলার শিকার হয়।

আপনি আরও পড়তে পারেন