নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে স্টোকস

গেল সেপ্টেম্বরে সেই ঘটনায় তখনই ইংল্যান্ড দল থেকে বহিষ্কৃত হন তিনি। ফেরা হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু আশার আকাশে সূর্যোদয় ঘটিয়ে নিউজিল্যান্ড সফরে ফিরলেন অ্যাশেজে ভরাডুবি হওয়া ইংল্যান্ড আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলটির বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। পাঁচ মাস জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে এই সফর দিয়ে ইংলিশ দলে ফিরছেন স্টোকস। নিষেধাজ্ঞা আগেই কাটিয়েছেন তিনি। শুধু দলে নিজের জায়গা ফেরত পাওয়াটা

বাকি ছিল।  যদিও শুরু থেকে বলা হচ্ছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফেরা হবে না স্টোকসের। তারপরও ফিরলেন তিনি।গেল ২৫ সেপ্টেম্বর উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন পানশালায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। ব্রিস্টলে ওই ঘটনার রাতে জেল হাজতেই কাটিয়েছেন তিনি। সতীর্থ অ্যালেক্স হেলস তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনেন। তবে পুলিশি নজরদারিতে ছিলেন স্টোকস। ওই সময় শহর ছাড়ার অনুমতিও পাননি তিনি।পুরো ঘটনায় ভীষণ সমালোচিত হন ইংল্যান্ডের হয়ে ৩৯ টেস্ট, ৬২ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলা এ খেলোয়াড়। সঙ্গে সঙ্গে জাতীয় দল থেকে নিষিদ্ধ হন তিনি। স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, সমকামী দম্পতিকে উত্ত্যক্ত করছিলেন সাবেক এক ইংলিশ সেনা সদস্য। বিষয়টি স্টোকসের নজরে এলে তাকে নিবৃত্ত করতে চেষ্টা করেন তিনি। কিন্তু ওই দম্পতির সঙ্গে তাকেও জড়িয়ে উত্ত্যক্ত করা হয়। একপর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই সেনা সদস্যকে এক মিনিটে ১৫ বার ঘুষি মেরেছিলেন তিনি। তারপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।স্টোকস এ প্রসঙ্গে মজা করে পুলিশের কাছে বলেছিলেন, ‘বখাটেরা ঘটনার শুরু করেছিল, আমি শেষ করেছি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment