সম্বলহীনের কাছে কম্বল পৌঁছে দিলেন দিলারা-শর্মিলী

সম্বলহীনের কাছে কম্বল পৌঁছে দিলেন দিলারা-শর্মিলী

পৌষের শেষ লগ্নে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বরেণ্য অভিনয়শিল্পী দিলারা জামান ও শর্মিলী আহমেদ। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন তারা। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার ভোর ৭টা নাগাদ মোট ২৭শ’ কম্বল বিতরণ করেন।

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন দিলারা জামান ও শর্মিলী আহমেদ। এসময় তাদের সঙ্গে ছিলেন সংগঠনটির সভাপতি মুনা চৌধুরী, সহসভাপতি এস আই টুটুল। এ সংগঠনের সঙ্গে আরো জড়িত আছেন—সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনয়শিল্পী আমান রেজা, কাজী আসিফ রহমান, অবিদ রেহান, ড. জমির আহমেদ প্রমুখ।

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন-এর সভাপতি মুনা চৌধুরী জানান, রাজধানীতে মোট ২৭০০ কম্বল বিতরণ করেছেন তারা। খুব শিগগির এই শিল্পীদল ছুটে যাবেন দেশের প্রত্যন্ত শীতাঞ্চলে। সেখানেও বিপুল পরিমাণের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবেন তারা।

বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মানব কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। করোনাকালেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।

আপনি আরও পড়তে পারেন