আবর্জনা স্তূপে শোভা পাচ্ছে ফুলের বাগান!

আবর্জনা স্তূপে শোভা পাচ্ছে ফুলের বাগান!

(হাসান সিকদার )

গতকাল পথচারী ও আশপাশের লোকজন নিয়মিত সেখানে বর্জ্য ফেলতেন। জায়গাটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ ছিল পথচারী ও এলাকাবাসী। নাক-মুখ চেপে পাশ কাটিয়ে যাতায়াত করতেন সবাই।

পালং মডেল থানার পশ্চিম ফটকের উত্তর কোণে শরীয়তপুরের প্রধান সড়কের পাশের এই ময়লার ভাগাড় বছরের পর বছর এভাবেই চলছিল।

হঠাৎ একদিন বদলে গেছে জায়গাটা। দূর হয়েছে আবর্জনা। নেই দুর্গন্ধ। এটি এখন একটি ফুলের বাগান।

সদর উপজেলায় সদ্য দায়িত্ব নিয়েই এই কাজটি করেছেন নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।

শহরের প্রাণকেন্দ্রে এমন দুর্গন্ধের জায়গাটি তার নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। সেখানে গিয়েই শুরু করে দেন পরিচ্ছন্নতার কাজ। গাছ সংগ্রহে দ্রুত চলে যান বিভিন্ন নার্সারিতে। কিনে আনেন ফুল আর পাতা বাহারের বিভিন্ন চারা।

ইতোমধ্যে এ উদ্যোগের কথা ছড়িয়ে যায় শহরে। সহযোগিতায় হাত বাড়ায় পালং থানা পুলিশ, পৌর কর্তৃপক্ষ আর জেলা প্রশাসনের লোকজন। ছুটে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর একঝাঁক তরুণ। শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

সবার মধ্যে ছিল প্রবল আগ্রহ। নিমেষে অপসারিত হয় আবর্জনার স্তুপ। ট্রলিতে চলে আসে মাটি। তাও ফেলতে ফেলতে উঁচু হয়ে যায় স্থানটি। সবাই মিলে শুরু করেন গাছ লাগানোর কাজ। গাছ রক্ষায় দেয়া হয় বেড়া।

সবশেষে সচেতন করা হয় স্থানীয়দের, যাতে রক্ষা পায় গাছ, আর স্থানটি ফিরে না যায় আগের অবস্থায়।

এ পরিবর্তন স্থানীয়দের মাঝেও ফেলেছে সাড়া। তারা প্রশংসা করেছেন এ উদ্যোগের।

আপনি আরও পড়তে পারেন