এবার নচিকেতার গানে খেপেছে বিজেপি

এবার নচিকেতার গানে খেপেছে বিজেপি

‘আজকে তিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে’ গান গেয়ে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা। ২৯ জানুয়ারি বর্ধমানে পৌর উৎসবে তিনি অতিথি শিল্পী হিসেবে এ গান করেন। তার এই গানের কথা নিয়ে মূলত ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির অভিযোগ, বর্ধমানের এই উৎসব তৃণমূলের উৎসবে পরিণত হয়েছে। সেই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধীদের গালিগালাজ করা হবে এটাই তো স্বাভাবিক। তাই সেই উৎসব থেকে এই নির্বাচনের মুখে শিল্পীদের দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে গালিগালাজ দেওয়ানো হচ্ছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এই উৎসব পৌর উৎসব কমিটি পরিচালনা করে। তাছাড়া বর্তমানে পৌরসভায় প্রশাসক রয়েছে। তাই এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

সাংস্কৃতিক ব্যক্তিরা বলছেন, বর্ধমানের উৎসব কে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। কেউ আঘাত পাবে এমন কোনও কিছু হওয়া উচিত নয়। কারণ, এই উৎসব বর্ধমানবাসীর সবার। তাই আগামী দিনে এ ব্যাপারে আয়োজকদের সতর্ক থাকতে হবে।

আপনি আরও পড়তে পারেন