কোয়াডের বৈঠকে উঠলো চীনকে ঠেকানোর কথা

কোয়াডের বৈঠকে উঠলো চীনকে ঠেকানোর কথা

ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত জোট কোয়াডের শীর্ষ সম্মেলনে চীনকে ঠেকানোর কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার ভার্চুয়াল সম্মেলনে বাইডেন বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত থাকাটা সবার ভালোর জন্য প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড-এর অন্যান্য সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে এই এলাকার স্থিতাবস্থা বজায় রাখবে। এই সংস্থা বাস্তবসম্মত সমাধান এবং নিখুঁত ফলাফল বের করতে সক্ষম। 

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দীর্ঘ সময় পার করে এখন, কোয়াড গোষ্ঠী ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মনিরপেক্ষতা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির মতো চার দেশের সাধারণ মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার কাজে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রতিও দেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, একবিংশ শতাব্দীতে  ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলই ঠিক করে দেবে বিশ্ব কোনদিকে যাবে। এই অঞ্চলের মহান চার গণতন্ত্রিক দেশের মৈত্রী, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে পারে এবং এর সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই অঞ্চলের অন্যান্য অনেক দেশের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে এই জোট।

আপনি আরও পড়তে পারেন