আ. লীগের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়: মির্জা ফখরুল

আ. লীগের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়: মির্জা ফখরুল

সরকার যখন সবক্ষেত্রে ব্যর্থ হয় তখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের কারণে সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়।

শনিবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মরণসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বক্তারা কেএম ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের সমালোচনা করেন।

সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন, এ ঘটনাই প্রমাণ করে কারা এসব ঘটায়। জনগণকে ঘরবন্দি করে বিদেশিদের এনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, যখন প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখতে ব্যর্থ হয়। তখনই এ সমস্ত ঘটনা ঘটায়। এবং বিএনপিকে দায়ী করার চেষ্টা করে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময়ই আওয়ামী লীগের আমলে নষ্ট হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধুমাত্র বিদেশিদের এনে তারা সুবর্ণজয়ন্তী পালন করছেন। এদেশের মানুষকে পালন করতে দিচ্ছে না। এটা সুবর্ণজয়ন্তী পালন হয় না।

আপনি আরও পড়তে পারেন