স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে দোহার নবাবগঞ্জে আলোচনা সভা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে দোহার নবাবগঞ্জে আলোচনা সভা

সালমান আহমেদ নবাবগঞ্জ থেকে

শনিবার ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় এ সভা শুরু হয়। আলোচনা সভায়, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাত ও দিন পরিশ্রমের ফসল আজকের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ.এম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


অপর দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে নবাবগঞ্জে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহিম খলিলসহ প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আয়োজনে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচারনা লক্ষ্যে বসা স্টলগুলো ঘুরে দেখেন।

আপনি আরও পড়তে পারেন