ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দফতরে হামলার চেষ্টা, নারী নিহত

ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দফতরে হামলার চেষ্টা, নারী নিহত

ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলার রেশ কাটতে না কাটতেই এবার পুলিশ সদর দফতরে হামলার চেষ্টা চালিয়েছেন এক নারী।

তবে নাশকতা চালানোর আগেই পুলিশের গুলিতে ওই নারী নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটির গণমাধ্যম জানায়, মঙ্গলবার জাকার্তায় ন্যাশনাল পুলিশ সদর দফতরে এক নারী প্রবেশ করে কয়েক কর্মকর্তার দিকে বন্দুক তাক করে রাখে। তবে গুলি চালানোর আগেই তাকে প্রতিহত করে পুলিশ। এটিকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

এর আগে গত রোববার দেশটির দক্ষিণ সুলাওয়াসিতে একটি গির্জায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি ও তার স্ত্রী যৌথভাবে ওই হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন। ওই হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করা হয়। এর মধ্যেই পুলিশ সদর দফতরে হামলা চেষ্টার ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, নীল ও কালো রঙের বোরকাপরা এক নারী পার্কিং এরিয়া থেকে পুলিশের সদর দফতর ভবনে প্রবেশ করেন। পুলিশপ্রধানের কার্যালয়ে প্রবেশ করতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তার দিকে বন্দুক তাক করার পর গুলিবিদ্ধ হন। এরপরেই তার দেহ নিশ্চল পড়ে থাকতে দেখা যায়। টেলিভিশনের খবরে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইন্দোনেশিয়া।

আপনি আরও পড়তে পারেন