অর্ধশতাব্দীর পুরনো বেইলি ব্রিজেই ভরসা, ভেঙে পড়ে ঘটছে প্রাণহানি

অর্ধশতাব্দীর পুরনো বেইলি ব্রিজেই ভরসা, ভেঙে পড়ে ঘটছে প্রাণহানি

রাঙামাটিতে ভারী পণ্যবাহী ট্রাকের কারণে বেইলি ব্রিজ ভেঙে প্রায়ই ঘটছে প্রাণহানি। গাড়িচালকরা জানান, অনেক আগের তৈরি এ ব্রিজগুলোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। সড়ক বিভাগ বলছে, বেইলি ব্রিজের বদলে গার্ডার ব্রিজ তৈরি করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

পাহাড়ি জেলা রাঙামাটির সড়ক যোগাযোগব্যবস্থা অনেকটা কঠিন ও চ্যালেঞ্জের। পাহাড়ের পর পাহাড় কেটে একসময়ে তৈরি করা হয় এখানকার সড়কব্যবস্থা। পাশাপাশি ছড়াগুলোর ওপর নির্মাণ করা হয় বেইলি ব্রিজ। প্রায় অর্ধ শতাব্দীর পুরনো এসব বেইলি ব্রিজের ওপর দিয়ে এখানকার সড়কব্যবস্থার সংযোগ ঘটানো হয়েছে।

সময়ের পরিক্রমায় বেইলি ব্রিজগুলো এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। পুরনো এসব বেইলি ব্রিজের ওপর দিয়ে পণ্য আনা-নেয়া করতে গিয়ে ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। গত ১২ জানুয়ারি রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে চালকসহ ৩ জন মারা যান। ১৮ ফেব্রুয়ারি রাঙামাটির রাজস্থলীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে ২ জন আহত হন। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে।

এসব ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তারপরও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান সাধারণ মানুষ। বেইলি ব্রিজগুলো বদলে গার্ডার ব্রিজ তৈরি করা গেলে এক্ষেত্রে দুর্ঘটনা কমবে, পাশাপাশি একসঙ্গে দুটি গাড়িও চলাচল করতে পারবে বলে জানান চালকরা।

সময় নিউজকে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন বলেন, বেইলি ব্রিজের বদলে গার্ডার ব্রিজ তৈরি করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সড়ক বিভাগের তথ্যমতে, রাঙামাটিতে বর্তমানে ১৪টি বেইলি ব্রিজ রয়েছে, তিন পার্বত্য জেলায় এ সংখ্যা ৯৭টি।

আপনি আরও পড়তে পারেন