দোহারে রেষ্টুরেন্টে স্বাভাবিক সার্ভিস পাচ্ছে না ভ্রমণ পিপাসুরা

দোহারে রেষ্টুরেন্টে স্বাভাবিক সার্ভিস পাচ্ছে না ভ্রমণ পিপাসুরা

ঢাকার দোহারের বহ্রাঘাট এলাকায় ভাসমান রেষ্টুরেন্টে স্বাভাবিক সার্ভিস না পাওয়ার অভিযোগ উঠেছে রেস্টুরেন্টের কতৃপক্ষের বিরুদ্ধে। গতকাল ৪ জুন শুক্রবার বিকালে ঢাকা ও নারায়নগঞ্জের ৮/১০ জনের ভ্রমণ পিপাসুদের একটি দল রেস্টুরেন্টে বসে চা কফির অর্ডার দেন। প্রায় পৌনে একঘন্টা বসে থেকেও চা কফি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান ভ্রমণ পিপাসুরা। চেচামেচি ও হৈ হুল্লোড় শুনে এগিয়ে গেলে বিষয়টি নিশ্চিত হন সংবাদমাধ্যম এর কর্মিরা। এবিষয়ে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানকে জানালে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। যাদের নুন্যতম সেবা দেওয়ার মন মানুষিকতা নেই তাদের রেস্টুরেন্ট ব্যবসা করা ঠিক নয়। নারায়ণগঞ্জ থেকে আসা ভ্রমণ পিপাসু ভিপি জামির হোসেন রনি, বলেন আমরা ৮/১০ জনের বন্ধুদেরকে নিয়ে আসি। প্রাকৃতিক দৃশ্য ও পদ্মা নদীর দৃশ্য স্ব-চোখে দেখার জন্য আসি। আমাদের চা কফির তৃষ্ণা মিটাতে উঠে বসি ভাসমান রেষ্টুরেন্টে। কিন্তু এক ঘন্টার বেশি বসে থেকেও চা কফি পাইনি। রেষ্টুরেন্ট কতৃপক্ষের ব্যবহারও খারাপ। সার্ভিস বয়গুলোর ব্যবহার আরো খারাপ। রেস্টুরেন্ট বয় বলেন কিছু ভিআইপি কাস্টমার থাকায় আপনাদের অর্ডার রাখতে পারিনি। ঢাকার গেন্ডারিয়া থেকে ঘুরতে আসা আজিম বলেন, প্রায় একঘন্টা বসে থেকে চা কফি পেলাম অনেক কষ্টে। কিন্তু খাবারের মান একেবারে নূন্যতম। দামও অনেক বেশি। এটাতো ব্যবসার কোন নিয়ম না। খাবারের মান ভালো হলে দর্শনার্থীরা খুশি হবে এবং হোটেলে দর্শনার্থীরা ভীড় করবে। তখন লাভমান বেশি হওয়া যাবে। সেই সাথে প্রয়োজন নম্র ও ভদ্র ব্যবহার।

 

আপনি আরও পড়তে পারেন