নবাবগঞ্জে: বিশ্ব রক্তদাতা দিবস

নবাবগঞ্জে: বিশ্ব রক্তদাতা দিবস
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব ও শোল্লা ব্লাড পয়েন্ট সোমবার সকালে ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে। এ উপলক্ষে পথসভা করেছে সংগঠন দুটি । এছাড়া নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ​সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে করেছে। সকাল ৯ টায় শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে শোল্লা ব্লাড পয়েন্ট ও সকাল ১০ টা ২০ মিনিটে নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব নবাবগঞ্জ সদরেবিশ্ব রক্তদান দিবস পালন করে । এসময় বক্তাগণ বলেন, স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে এই অঞ্চলের মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদের সংগঠন।
সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই তাদের মূল উদ্দেশ্য। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। সেই থেকে পর থেকে ১৪ জুন প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে। তারা বলেন, মানুষের জীবন বাঁচাতে নীরবে-নিভৃতে নিজেদের রক্ত দান করে স্বেচ্ছায় রক্তদাতারা যে মহৎ কাজ করছেন, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। উপস্থিত ছিলেন, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, আওয়ামীলীগ নেতা ও কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা লেলিন আহমেদ রাসেল, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, তাজদীদ আহমেদ, দিপ্ত দেওয়ান মানোয়ার হোসেন জনি নাহিদুল আলম নাদিম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন