২৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল ভারত

২৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উড়ন্ত সূচনা করে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উদ্বোধনীতে ৬২ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভম গিল।

এরপর স্কোর বোর্ডে মাত্র ২৬ রান জমা করতেই ৩ উইকেট হারায় ভারত। কাইল জেমিসন, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্টের গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, শুভম গিল ও চেতেশ্বর পুজারা।

৮৮ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক রিবাট কোহলি। তাকে সঙ্গ দেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে তারা অপরাজিত ৫৮ রানের জুটি গড়েন।

৬৪.৪ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। এরপর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৪৪ ও ২৯ রানে অপরাজিত আছেন কোহলি ও রাহানে। ৩৪ ও ২৮ রান করে ফেরেন রোহিত-গিল।

প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। বৃষ্টির কারণে টসও হয়নি।

আপনি আরও পড়তে পারেন