লকডাউনের খবরে ফেরিঘাটে যাত্রীদের ঢল

লকডাউনের খবরে ফেরিঘাটে যাত্রীদের ঢল

বৃহস্পতিবার ভোর থেকে কঠোর লকডাউনের খবরে বাংলাবাজার-শিমুলিয়া ফেরিঘাটে যাত্রীদের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে ফেরিতে উঠছেন অনেকেই।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার (৩০ জুন) সকাল থেকেই এই নৌরুটে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ। 

রাজধানী ঢাকা থেকে হাজার হাজার যাত্রী শিমুলিয়া ঘাটে এসে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। পরে মোটরসাইকেল, ইজিবাইক, থ্রি হুইলারসহ বিভিন্ন হালকা যানবাহনে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে নিজ গন্তব্যে ছুটছেন। তবে, উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। 

মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ জানান, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে জরুরি সেবার যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। তবে, সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

আপনি আরও পড়তে পারেন