ধানের চারা রোপণের সময় বজ্রপাতে একজনের মৃত্যু

ধানের চারা রোপণের সময় বজ্রপাতে একজনের মৃত্যু

শেরপুরে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত দুজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে আবাদি জমিতে ধানের চারা রোপণ করছিলেন কয়েকজন। এ সময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোস্তফা মিয়া (৪০) মারা যান। এ সময় আহত হন আরও দুজন।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন  বলেন, বজ্রপাতের ঘটনায় দুজন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বদু মিয়া নামে একজন সুস্থ রয়েছেন। তবে আবু সাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন