বিএনপির ১২ নেতাকর্মী আটক, একদিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ১২ নেতাকর্মী আটক, একদিনের কর্মসূচি ঘোষণা

রাজধানী চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলের নেতাকর্মীদের আটক ও আহত হওয়ার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, বেলা ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের সময় পুলিশের অতর্কিত হামলায় বিএনপির ৭০ থেকে ৮০ নেতাকর্মী আহত হয়েছেন। কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ ১২ নেতাকর্মীকে আটক করেছে। এর প্রতিবাদে আগামীকাল বুধবার (১৮ আগস্ট) মহানগর উত্তর-দক্ষিণের থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

সালাম জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এজেএম শামসুল হক, কৃষক দলের শাহজাহান সম্রাট, যুবদলের মো. রুবেল, ছাত্রদলের হাফিজ আহমেদ রাতুল, ইব্রাহিম, সোহাগ, রবিউল, জুম্মন, সোলেমান, মুক্তার, পল্টন থানা বিএনপির নেতা মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

আব্দুস সালামের দাবি, পুলিশের হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টিসহ ৭০ থেকে ৮০ নেতাকর্মীদের আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আপনি আরও পড়তে পারেন