সান্তাহারে গৃহবধূর মরদেহ উদ্ধার; জনমনে প্রশ্ন

সান্তাহারে গৃহবধূর মরদেহ উদ্ধার; জনমনে প্রশ্ন

নওগাঁ প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে আলেফা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার সান্তাহার চা বাগান হাসপাতাল কলোনি এলাকায় নিজ ঘরের রেলিং এ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় দেখতে পায় তার স্বামী। আলেফার মৃত্যু নিয়ে এলাকায় চলছে জল্পনা। নিহত গৃহবধূ আলেফা  আক্তার ওই এলাকার মোঃ জনির স্ত্রী ও এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে ভালোবেসে জনি ও আলেফা বিবাহ করে সংসার জীবনে আবদ্ধ হোন। তারা দীর্ঘদিন ধরে চা বাগান হাসপাতালে কলোনি এলাকায় রেল কোয়ার্টারের একটি মাত্র ঘরে স্বামী সন্তান নিয়ে বসবাস করছিলেন। ৫-৬মাস ধরে হঠাৎ তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। গৃহবধূ আলেফার নামে পোস্ট অফিসে ১লাক্ষ টাকা ফিক্সডে রাখা ছিলো। ম্যাচিউড হওয়ার কারনে ওই টাকা তোলার জন্য তার স্বামী জনি আলেফাকে চাপ দিচ্ছিলেন। পরে এক পর্যায় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সোমবার দিবাগত রাত ৩টায় নিজ ঘরের রেলিং এ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় দেখতে পায় তার স্বামী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। কিন্ত রেল কোয়ার্টারের একটি মাত্র ঘরে স্বামী ও ৫ বছর বয়সি ছেলে থাকা সত্বেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার বিষয়ে দেখা দিয়েছে জনমনে নানা প্রশ্ন? এটা আত্মহত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা করা নাকি হত্যা তা নিয়ে এলাকায় চলছে গুণজন।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে এ ঘটনার বিষয়ে জানা যাবে।

আপনি আরও পড়তে পারেন