টেস্ট দলে নতুন মুখ নাঈম, বাদ পড়লেন সাব্বির

টেস্ট দলে নতুন মুখ নাঈম, বাদ পড়লেন সাব্বির

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ অনূর্ধ্ব-১৯ দলের অফস্পিনার নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই ডানহাতি স্পিনার যুব বিশ্বকাপে খেলতে টাইগার দলের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন।

টেস্ট দলে নতুন মুখ নাঈম, বাদ পড়লেন সাব্বির

চোখের সমস্যার কারণে সাউথ আফ্রিকা সফরে না থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন টেস্ট দলে। ফিরেছেন পেসার কামরুল ইসলাম রাব্বিও।সবশেষ সাউথ আফ্রিকা সফরের দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন সাব্বির রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়। সৌম্য ওয়ানডে সিরিজেও সুযোগ পাননি। সাব্বির সেখানে গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলেছেন। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের প্রথমটি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে।

প্রথম টেস্টের দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদেী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment