এক যুগ আগের ডিসিপ্লিনারি কোডে চলছে দেশের ফুটবল

এক যুগ আগের ডিসিপ্লিনারি কোডে চলছে দেশের ফুটবল

ব্রাদার্স ইউনিয়ের সঙ্গে ম্যাচের পর মারামারি করেন শেখ জামালের ফুটবলাররা। সাম্প্রতিক সময়ে এমন মারামারির ঘটনার নজির কম। ফুটবল সংশ্লিষ্টদের ধারণা ছিল শেখ জামালের ফুটবলারদের ডিসিপ্লিনারি কমিটি কঠিন শাস্তি। সবাইকে অবাক করে মাত্র এক ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে দুই ফুটবলারকে। অনেক সময় লাল কার্ড পেয়েই বড় ঘটনা হলে দুই-তিন ম্যাচ বিরত থাকার রেকর্ড রয়েছে। সেখানে এত মারামারির পর মাত্র এক ম্যাচ নিষিদ্ধের সিদ্ধান্তে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেখ জামালের ফুটবলাররা ম্যাচ শেষে স্টেডিয়ামে মারামারি করেছেন। এটা একটু ব্যতিক্রম ঘটনা। ফুটবলে দিনকে দিন নতুন নতুন ঘটনা ঘটছে ফলে প্রতিনিয়ত ফুটবলের আইনে ছোট-খাটো পরিবর্তন আসছে। এর ফলশ্রুতিতে ডিসিপ্লিনারি কোডও আপডেট হচ্ছে।  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, মহাদেশীয় সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ডিসিপ্লিনারি কোড আপডেট করে প্রায়ই। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে চলছে সেই ২০০৮ সালের ডিসিপ্লিনারি কোডের উপর।

এক যুগের বেশি সময় যাবৎ বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন। তিনি ডিসিপ্লিনারি কোডের হালনাগাদ সম্পর্কে বলেন, ‘ডিসিপ্লিনারি কোড আপডেট হওয়া প্রয়োজন। আমরা ইতোমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছি। আশা করি শিগগিরই নতুন কোড হবে।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ডিসিপ্লিনারি কোড প্রসঙ্গে বলেন, ‘আমাদের পেশাদার ফুটবল লিগের যাত্রা শুরু হয়েছে ২০০৭ সালে। পেশাদার ফুটবল যাত্রা শুরুর কিছু দিনের মধ্যেই সর্বশেষ ডিসিপ্লিনারি কোড হয়েছিল। এরপর আর এটি আপডেট হয়নি।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আগে বাফুফের কম্পিটিশন ম্যানেজার ছিলেন। লিগের বাইলজ, ডিসিপ্লিনারি কোড নিয়ে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তারা। সেই অভিজ্ঞতা থেকে তার পর্যবেক্ষণ, ‘ডিসিপ্লিনারি কোডের সঙ্গে বাফুফে অনেক বিষয় জড়িত থাকলেও বিশেষ করে লিগের সম্পর্ক বেশি। লিগের বাইলজের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিসিপ্লিনারি কোড প্রণীত করতে হয়। এই সিজনের লিগ প্রায় শেষ। আমরা নতুন মৌসুমের আগেই চেষ্টা করব ডিসিপ্লিনারি কোড আপডেট করার।’

লিগের বাইলজ এবং ডিসিপ্লিনারি কোড মাঝে মধ্যে সাংঘর্ষিকও হয়েছে। বিশেষ করে ২০১৫ সালে ফরাশগঞ্জ শেখ রাসেলের বিরুদ্ধে রিফিউজড টু প্লে করলে লিগের বাইলজ এবং ডিসিপ্লিনারি কোডের শাস্তির বিধান একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক হয়েছিল। ফরাশগঞ্জের সেই শাস্তির সময়  অনেক আলোচনা-সমালোচনা হলেও পরবর্তীতে বাফুফে ডিসিপ্লিনারী কোড পরিবর্তন করেনি।

আপনি আরও পড়তে পারেন