দোহার প্রতিনিধি,
ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বেকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।
এসময় খাদ্যদ্রব্যে বিষাক্ত রং ও ক্যামিকেল এর ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের মেয়াদ ও মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক জয়পাড়া বাজারের বান্দুরা, মায়ের দোয়া এবং শাহ সুলতান বেকারীকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দোহার থানা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।