জাবিতে ১০ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

জাবিতে ১০ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

জাবি প্রতিনিধি:-
‘বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার। প্রথমবারের মত আয়োজিত এ উৎসবে সারাদেশ থেকে মোট ৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। উৎসবটি ২রা ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হয়ে চলবে ১১ ফেব্রয়ারি (রবিবার) পর্যন্ত। রোববার (২৮ জানুয়ারি) বেলা তিন টায় জাবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাট্য উৎসবের আহ্বায়ক নাজমুল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের ঘাম ও শ্রমের ফসল।
জাবিতে ১০ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসবসংগঠনটির ৩৮ বছর পূর্তি উপলক্ষে আগামী ২রা ফেব্রুয়ারি সকাল ১০টায় নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালীর মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরাজান ইসলাম এ উৎসবের উদ্বোধন করবেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেবে। উৎসবের নানা আয়োজনের মধ্যে প্রথমদিন ৩ ফেব্রুয়ারি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মুখরা রমণী বশীকরণ, ৪ ফেব্রুয়ারি জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নিশিমন বিসর্জন, ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা মানুষ, ৬ ফেব্রুয়ারি শাবিপ্রবি দিক থিয়েটারের চে’র সাইকেল, ৭ ফেব্রুয়ারি ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নীল দংশন, ৮ ফেব্রুয়ারি জাবি থিয়েটারের হাত হদাই, ৯ ফেব্রুয়ারি জাবি থিয়েটারের পুনর্মিলনী ও মধ্য রাতের কবিতা ও গান, ১০ ফেব্রুয়ারি বুয়েট ড্রামা সোসাইটির লেটার টু এ চাইল্ড নেভার বর্ন ও ১১ ফেব্রুয়ারি চবি নাট্যকলা বিভাগের ক্যাপটেন হুররা মঞ্চস্থ হবে। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চঙ্গা পিয়াল, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিদা শাহিদ, আয়েশা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment