মান্দায় আখা ও বায়োচার ব্যবহারকারী কৃষক মেলা

মান্দায় আখা ও বায়োচার ব্যবহারকারী কৃষক মেলা

নওগাঁ প্রতিনিধিঃ-
‘বায়োচার ব্যবহার করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে রবিবার নওগাঁর মান্দায় ‘আখা ও বায়োচার ব্যবহারকারী’ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সিসিডিবির বায়োচার প্রজেক্টের আয়োজনে এদিন বেলা ১১টার দিকে উপজেলা সদরে কৃষি ব্যাংকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্দায় আখা ও বায়োচার ব্যবহারকারী কৃষক মেলাসিসিডিবির এলাকা ব্যবস্থাপক দরকা সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ প্রধান অতিথি ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, বায়োচার প্রজেক্টের মার্কেট ফ্যাসিলিটেটর আল আমিন, কৃষক ভগিরত তাঁতি, লুৎফর রহমান, আব্দুল মান্নান, তহমিনা বেগম, ‘আখা’ ব্যবহারকারী গৃহিনী লাকি আক্তার প্রমুখ। মেলায় বায়োচার ব্যবহৃত প্রদর্শনী প্লটের উৎপাদিত ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, বেগুন, আলু, লাউ, খেসারিশাকসহ বিভিন্ন সবজি প্রদর্শিত হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment