৩০০ কোটি ডলার নিয়ে পাকিস্তানের পাশে সৌদি

৩০০ কোটি ডলার নিয়ে পাকিস্তানের পাশে সৌদি

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩ বিলিয়ন মার্কিন ডলার জমা রেখে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পালে হাওয়া দিতে চায় সৌদি আরব।

পাকিস্তানের তরফ থেকে একটি বিবৃতিতে বিষয়টি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়ছে সৌদি সরকারের এ আর্থিক সহায়তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধির পাশাপাশি করোনার প্রভাব মোকাবিলা করতেও সহায়ক হবে।
এরসঙ্গে সৌদি রাজকীয় এক নির্দেশনায় বছরজুড়ে ১২০ কোটি মার্কিন ডলারের তেলবাণিজ্য চলবে বলেও জানানো হয়েছে।

এ বছরের শুরুর দিকে দিকে পাক প্রধানমন্ত্রীর সৌদি সফরে দেনা-পাওনা মেটাতে আরও কিছু সময় চেয়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখার অনুরোধ জানানো হয়।

ইমরান খানের ধন্যবাদ
আর্থিক এই সহায়তার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটে তিনি লিখেছেন- কঠিন সময়ে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সমগ্র বিশ্ব যখন নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে লড়ে যাচ্ছে তখনও একইভাবে পাশে দাঁড়িয়েছে সৌদি আরব।

ইমরান খানের সাম্প্রতিক সৌদি সফরে দেশটি পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।

আপনি আরও পড়তে পারেন